
গান : ও সে ফুলের মর্ম জানতে হয়
- শিল্পী : ফকির টুন টুন শাহ
- গীতিকার : ফকির লালন সাই
- ধরণ : লালন
- অ্যালবাম : পাওয়া যায়নি
- সুরকার : ফকির লালন সাই
- প্রথম প্রকাশ : পাওয়া যায়নি
ও সে ফুলের মর্ম জানতে হয়।
যে ফুলে অটল বিহারে শুনতে লাগে বিষম ভয়।।
ফুলে মধু প্রফুল্লতা
ফলে তার অমৃত সুধা
এমন ফুল দীন-দুনিয়ায় পয়দা
জানিলে দুর্গতি হয়।।
চিরদিনে সেই যে ফুল
দীন-দুনিয়ার মকবুল
যাতে পয়দা দীনের রসুল
মালেক সাঁই যার পৌরুষ গায়।।
জন্মপথে ফুলের ধ্বজা
ফুল ছাড়া নয় গুরু পূজা
সিরাজ সাঁই কয়, এ ভেদ বোঝা
লালন ভেঁড়ের কার্য নয়।।
আরো কিছু গান
আরো কিছু শিল্পী
আরো কিছু অ্যালবাম
আরো কিছু গীতিকার
আরো কিছু সুরকার
...